ভার্চুয়াল দর্শকের সামনে খেলবেন এনবিএ খেলোয়াড়রা

২৫ জুলাই, ২০২০ ১৬:১৩  
আগামী ৩০ জুলাই ভার্চুয়াল দর্শকদের সামনে মাঠেই অনুষ্ঠিত হবে বেসবল লিগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে ৩২০ জন বাস্কেটবল অনুরাগীর উপস্থিতে অনুষ্ঠিত হবে লিগটি। এজন্য মাইক্রোসফটের টিম অ্যাপ ব্যবহার করবে মার্কিন ক্রীড়া সংস্থা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)। খেলায় দর্শকদের উপস্থিত রাখতে ১৭ ফুট লম্বা এলইডি পর্দা এবং মাইক্রোসফটের টিমস অ্যাপ ব্যবহার করা হবে। বাস্কেটবল অনুরাগীরা মাইক্রোসফটের টিমস অ্যাপের মাধ্যমে লগ ইন করবেন এবং টুগেদার মোডের মাধ্যমে একসঙ্গে খেলা দেখবেন। শুক্রবার নিজেদের জোট বাঁধার খবর জানিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন এবং এনবিএ। ভার্চুয়াল দর্শকদের কোর্টের পাশে বসেই খেলা দেখার অনুভূতি দিতে প্রথমবার কোর্টের পাশে রোবটিক ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এনবিএ’র পরবর্তী-প্রজন্মের টেলিকাস্ট প্রধান সারা জাকার্ট ।